যশোর পৌরসভার মেয়র রেন্টু চাকলাদারকে ফুলের শুভেচ্ছা জানান ছাত্রলীগের নবগঠিত কমিটি - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Friday, April 9, 2021

demo-image

যশোর পৌরসভার মেয়র রেন্টু চাকলাদারকে ফুলের শুভেচ্ছা জানান ছাত্রলীগের নবগঠিত কমিটি

 

170004524_4256579811068647_6069837847435389632_n

যশোর পৌরবাসীর আলোকিত মেয়র ও যশোর জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নন্দিত নেতা জনাব মোঃজহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন যশোর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।  এ সময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব,জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, আশিকুর রহমান সাগর, আব্দুর রউফ পিন্টু, আলী মোর্তজা রিফাত,যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ এবং ফাহমিদ হুদা বিজয় সহ যশোর জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages