যশোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিলেন কাউন্সিলর হাজী সুমন - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Thursday, April 22, 2021

demo-image

যশোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিলেন কাউন্সিলর হাজী সুমন

 

DSC_6877

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা পরিষদ সুপার মার্কেটের ১৫ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন যশোরের পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমন।  

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলামের হাতে ৭৫ হাজার টাকা তুলে দেন।  
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তারিক হাসান বিপুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর কবির সুমন প্রত্যেক ক্ষতিগ্রস্ত দোকানির জন্যে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন।  
গেল রাত পৌনে ১১টার দিকে যশোর মুনশি মেহেরুল্লাহ ময়দান (টাউন হল মাঠ) সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে আগুন লাগে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয় বলে জানান ব্যবসায়ীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages