বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষে ২৮টি পোষা কবুতর দুইশ’টি ঘুঘু প্রাণ হারিয়েছে - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Friday, April 30, 2021

demo-image

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষে ২৮টি পোষা কবুতর দুইশ’টি ঘুঘু প্রাণ হারিয়েছে

 

1619766844

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ২৮টি পোষা কবুতর দুইশ’টি ঘুঘু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নাছির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বণ্য পাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরও মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে নাছির উদ্দিনের কমপক্ষে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে চোরা শিকারির পাষন্ডতায়  অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে প্রকৃতি।  
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages