নির্বাচনকালীন নিরাপত্তায় কালেক্টরেট চত্বরে ঘোরাঘুরি ও টিকটক নিষিদ্ধ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Monday, January 12, 2026

নির্বাচনকালীন নিরাপত্তায় কালেক্টরেট চত্বরে ঘোরাঘুরি ও টিকটক নিষিদ্ধ



যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর (কালেক্টরেট চত্বর) এলাকায় সর্বসাধারণের ঘোরাঘুরি, ছবি তোলা ও টিকটক করা নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। তবে সরকারি সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে কোনো ধরনের বাধা থাকবে না। প্রয়োজনীয় ডকুমেন্ট দেখালে তাদের প্রবেশে কেউ আপত্তি করবে না।

সাম্প্রতিক সময়ে ডিসি অফিসের পুকুরের পাড় বাঁধিয়ে টাইলস বসানো, বসার ব্যবস্থা করা এবং পুকুরে বিভিন্ন রঙিন মাছ ছাড়া হয়। এসব উন্নয়ন কাজের ফলে কালেক্টরেট চত্বরটি একটি বিনোদনকেন্দ্রে পরিণত হয়। প্রতিদিন বিকেলে জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে অবসর সময় কাটাতো। কেউ পুকুরের পাশে দাঁড়িয়ে মাছ দেখতো, কেউ আবার মোবাইলে ছবি তুলতো কিংবা টিকটক করতো। তবে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব কার্যক্রম বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, যশোর জেলা প্রশাসকের কার্যালয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনী পরিস্থিতিতে কালেক্টরেট চত্বরে সর্বসাধারণের অবাধ প্রবেশ ও ঘোরাঘুরি নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কালেক্টরেট চত্বরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে যারা সরকারি সেবা নিতে আসবেন, তাদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। নির্বাচন শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad