ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Wednesday, January 7, 2026

ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

 

ঘুষ লেনদেনের সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।

দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল নিষ্পত্তির জন্য গত তিন মাস ধরে আশরাফুল আলম তাকে নানা অজুহাতে হয়রানি করে আসছিলেন।

নুরুন্নবীর অভিযোগ, প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার পরও পুনরায় অর্থ দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় হবে না বলে তাকে হুমকি দেওয়া হয়। এ ছাড়া খুলনা বিভাগীয় এক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

বুধবার বিকেলে ফাইল ছাড়ের কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হলে দুদক গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad