আমড়াখালী চেকপোস্টে মাদকসহ পাচারকারি আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Monday, April 19, 2021

demo-image

আমড়াখালী চেকপোস্টে মাদকসহ পাচারকারি আটক

 

IMG_20210419_205818-696x450

যশোরের আমড়াখালী চেকপোস্টে ১০৯ বোতল ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির বিশেষ টহল দল। ৪৯ বিজিবির  অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,  গোপন তথ্যের ভিত্তিতে ১৯ এপ্রিল দুপুর ১ টার দিকে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর মোটরভ্যান তল্লাশী করে ১০৯ বোতল ফেন্সিডিলসহ ১ জন আসামী আটক করা হয়। তার নাম মোঃ শাহিন হোসেন (২৫)। সসে বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে।

আটককৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১,০৩,৬০০/-(এক লক্ষ তিন হাজার ছয়শত) টাকা। মাদকসহ আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages