যশোরে তরমুজের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকি, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, April 30, 2021

যশোরে তরমুজের বাজার নিয়ন্ত্রণে বাজার তদারকি, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

 


বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক আজ শুক্রবার যশোর সদর উপজেলার নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড, শেখহাটি জামরুলতলা, কাজীপাড়া কাঠালতলা, পালবাড়ী মোড় এবং গরীবশাহ সড়কে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তরমুজ ব্যবসায়ীদেরকে পিস হিসাবে তরমুজ বিক্রয় করতে দেখা যায়। এসময় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ০৬টি প্রতিষ্ঠানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

তদারকিকালে তরমুজ ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ফল বিক্রয়ের ব্যাপারে সতর্ক করা হয়। এসময়ে মাস্কবিহীন পথচারীদের মাস্ক বিতরণ এবং সকলকে মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়। অভিযানটি পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব; সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ কুতুবউদ্দিন, মাঠ ও বাজার পরিদর্শক, কৃষি বিপণন অধিদপ্তর, যশোর,  জনাব মোঃ আব্দুর রকিব সরদার, সদস্য, ক্যাব, যশোর এবং জেলা পুলিশের টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।

সুত্রঃ গ্রামের কাগজ

No comments:

Post a Comment

Post Bottom Ad