করোনা মহামারির মধ্যেও ফুল বিক্রিতে খুশি গদখালীর চাষীরা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, December 30, 2020

করোনা মহামারির মধ্যেও ফুল বিক্রিতে খুশি গদখালীর চাষীরা

 


করোনা মহামারির মধ্যেও ইংরেজি নবর্বষ উপলক্ষে আশানুরুপ ফুল বিক্রি হয়েছে। বর্ষবরণ উপলক্ষে বরাবর ফুল চাষের রাজধানী গদখালীর ফুল চাষীরা ব্যাপক প্রস্তুতি নিয়ে ফুল বিক্রি করলেও করোনার কারণে এবার তারা ফুল বিক্রি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তবে বছরের শেষ দিনের সকালে ফুল বেচাকেনা শেষে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। চাষীরা জানান, মানুষের অর্থনৈতিক মন্দার মধ্যেও যেভাবে তারা ফুল বিক্রি করতে পেরেছেন তাতে তারা খুশি।  ফুল চাষীরা জানান, গদখালীতে এবার প্রায় ৬শ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। বর্ষবরণ, বিশ্ব ভালবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি ও ঈদপার্বন উপলক্ষে সবসময় বেশি ফুল বিক্রি হয়। এ সময় তারা সাধ্যমত বেশি ফুল ফোটানোর চেষ্টা করেন। তবে এবার করোণা ভাইরাসের কারণে সেভাবে ফুল বিক্রি হবেকিনা তা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তবে বছরের শেষ দিন পর্যন্ত যে দামে ফুল বিক্রি হয়েছে তাতে তারা খুশি।

চাষীরা জানান, এবার প্রতি পিস গ্লাডিউলস ২ থেকে ৩ টাকা, রজনীগন্ধ্যা ৩ থেকে ৪ টাকা, গোলাপ ২ থেকে আড়াই টাকা, জারবেরা ৫ থেকে ৭ টাকা, গাদা ৪০ থেকে ৫০ টাকা হাজার এবং চন্দ্রমল্লিকার তোড়া ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হযেছে। করোনার মধ্যেও যে দাম তারা পেয়েছেন এবং যে পরিমাণ ফুল তারা বিক্রি করতে পেরেছেন তাতে তারা খুশি।

No comments:

Post a Comment

Post Bottom Ad