যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ায় শিশু বলাৎকারের দায়ে কমল কুমার কর্মকার (পিতা: মৃত ফটিক চন্দ্র কর্মকার) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ২০২০ সালের ১০ ডিসেম্বর দুপুরে খেলতে গিয়ে অভিযুক্ত কমলের বাড়িতে যায়। তখন কমল তাকে বল দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর স্থানীয়রা কমলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুর বাবা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই কামাল হোসেন ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। বর্তমানে কমল কুমার কর্মকার কারাগারে আছেন।
No comments:
Post a Comment