যশোরে আদিবাসীদের মাঝে ডিসির কম্বল বিতরণ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, December 23, 2020

যশোরে আদিবাসীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

 


যশোরের খাজুরায় আড়াইশ আদিবাসী সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এই কম্বল বিতরণ করা হয়।

রাত আটটার দিকে জহুরপুর ইউনিয়নের জহুরপুর আদিবাসী পাড়া মন্দির প্রাঙ্গণে প্রায় একশ’ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। পরে একই ইউনিয়নের তৈলকুপ আদিবাসী পাড়া বটতলায় দেড়শ’ কম্বল বিতরণ করেন ডিসি।

আদিবাসী বৃদ্ধ তারামনি কম্বল হাতে পেয়ে বলেন, ‘খুব শীত করতিলো গায়ে দিয়ার মত কিছু ছিলনা। শেখ হাসিনা আমাগের কম্বল দেছে। সেইতা ডিসি ছার আমাগের দিয়ে গেলেন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।’     

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহাকারী কমিশনার শেখ মঈনুল ইসলাম মঈন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, জেলা ত্রাণ ও পুনঃবার্সন কর্মকর্তা আলী হায়দার, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিলা আখতার ও মাহমুদুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার, জহুরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিন উদ্দীন, জহুরপুর রামগোপাল বহুমুখী মাধ্যমিক বিদ্যা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাপস কুমার, আওয়ামী লীগ নেতা আলী হায়দার টফি, সুকুমার সরকার, উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির সম্পাদক প্রহল্লাদ কুমার, ছাত্রলীগের আলী আজগর হৃদয় প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad