যশোর, ২৪ জুলাই ২০২৫: যশোর জেলার কোতোয়ালি থানা এলাকায় বোন শারমিন বেগম (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে পলাতক আসামি ভাই খোকন মোল্লা (৪২) ও ভাবী ছালমা বেগম (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর।
গত ২৩ জুলাই সকালে টাকা-পাওনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে শারমিন বেগম ও তার ভাবীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই খোকন মোল্লা হাসুয়া কাচি নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনায় পরদিন ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা (নং-৭২, ধারা ৩০২/৩৪) রুজু হয়।
পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায় ও যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে পিবিআইয়ের একটি টিম অভিযানে নামে। ২৪ জুলাই ভোরে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া এলাকা থেকে খোকন মোল্লাকে এবং পরবর্তীতে যশোর কোতোয়ালি থানার রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পিবিআই মামলাটি স্বপ্রণোদিতভাবে তদন্ত করছে এবং গ্রেফতারকৃতদের আজই আদালতে সোপর্দ করা হবে। তদন্ত অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment