রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে নিহত ৫ শিক্ষার্থীর পরিচয় শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান এ তথ্য জানান।
পরিচয় শনাক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন: ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।
নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে। এখনো অনেক অভিভাবক সন্তানদের খোঁজে স্কুলের সামনে অপেক্ষা করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও তারা এখনো গণমাধ্যমে কথা বলেনি।
No comments:
Post a Comment