সামাজিক সংগঠন গর্জে ওঠো’র উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Monday, August 24, 2020

demo-image

সামাজিক সংগঠন গর্জে ওঠো’র উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ

 

117923355_3238006729616311_2253727321896143674_n
সামাজিক সংগঠন গর্জে ওঠো’র উদ্যোগে যশোর শহরের শংকরপুরে অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে জ্বর, ঠান্ডা জনিত রোগের ঔষধ, মাস্ক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

রবিবার সকাল ১০ টায় শহরের শংকরপুর এলাকায় হারান কলোনিতে ৭০ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

ডেন্টাল স্কয়ার এর সহযোগিতায় সমগ্র আয়োজন পরিচালনা করেন গর্জে ওঠো’র সহকারী ক্রিয়া ও স্বাস্থ্য সম্পাদক ইসতিয়াক আবির।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ বিডি’র প্রকাশ আল মামুন শাওন। এছাড়াও উপস্থিত ছিলেন গর্জে ওঠো’র সভাপতি কামাল মুস্তাফা, সাধারণ সম্পাদক বোরহান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহম্মেদ, ক্রিয়া ও স্বাস্থ্য সম্পাদক রাইয়ান রশিদ আবির, মোঃ জাকির হোসেন, আব্দুর রহিম, ইশমাম শাহারিয়ার প্রমুখ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages