যশোরে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, August 30, 2020

যশোরে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন


 ১৫ আগস্টে হত্যাকা-ের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যা করতে চেয়েছিল সেসব অপরাধীকে দিতে হবে শাস্তি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ১৫ ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সাথে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। 

শনিবার প্রেসক্লাবের সামনে যশোর জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতৃবৃন্দ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী জোসনা আরা মিলি,পৌর কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি ও নাসিমা আক্তার জলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক মাজেদা পারভীন, সাংগঠনিক সম্পাদক জোসনা আক্তার, শহর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, এক নম্বর ওয়ার্ডের সভাপতি রুমা পারভীন, তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিনি বেগম, , যুব মহিলা লীগ নেত্রী মাসুরা বেগম, সাদিয়া মৌরিন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা পারভীন ও কোতোয়ালি মহিলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারা বেগম।    

No comments:

Post a Comment

Post Bottom Ad