যশোরের শার্শার গর্ভবতী নারীর পেটে লাথি, রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে ভর্তি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, August 28, 2020

যশোরের শার্শার গর্ভবতী নারীর পেটে লাথি, রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে ভর্তি

 


যশোরের শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশীর আঘাতে এক গর্ভবতী নারী ও তার ভাসুর মারাত্নক আহত হয়েছে। বর্তমানে তারা নাভারন হাসপাতালে চিকিৎসাধীন আছে। গর্ভবতী নারী রিতার (২০)শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই অভিযোগ করেছে।

আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিক এর স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। রিতার ভাই রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট)সকাল ৮টার দিকে তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে।

এক পর্যায়ে ৪ মাস ৮ দিন গর্ববতী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে নাভারণ বুরুজ বাগান হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা খারাপ হওয়ায় নাভারণ হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ ব্যাপারে নাভারণ হাসপাতালের ডাক্তার আক্তার মারুফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালো।

শার্শা থানার ওসি বদরুল আলম বলেন থানায় কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad