যশোর পৌর ছাত্রলীগের আয়োজনে এতিমদের মাঝে খাবার বিতরণ - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Friday, August 21, 2020

demo-image

যশোর পৌর ছাত্রলীগের আয়োজনে এতিমদের মাঝে খাবার বিতরণ

 

118287635_587911711885431_6533197651265567167_n
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি,৬৮ হাজার গ্রাম বাংলার রাখাল রাজা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ০৯নং ওয়ার্ড ছাত্রলীগ যশোর পৌর শাখার আয়োজনে”ফজলুল উলুম বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানায়” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের প্রতি দোয়া ও এতিম ছাত্রদের মাঝে খাবার প্রদান করেন যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সফল সভাপতি রওশান ইকবাল শাহী ও যশোর পৌর ছাত্রলীগের সংগ্রামী আহব্বায়ক মেহেদীহাসান রনি এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ সজিবুর রহমান যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মুমেল হোসেন সহ ছাত্রলীগ নেতা কর্মীবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages