আজ থেকে যশোরে করোনা ভ্যাকসিন দেয়া শুরু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Saturday, February 6, 2021

আজ থেকে যশোরে করোনা ভ্যাকসিন দেয়া শুরু

 


যশোরে রোববার থেকে দুই হাজার জনকে করোনার টিকা দেওয়ার প্রস্তুতিনিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন তিন হাজার ৮শ ৬৭ জন। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নিবন্ধনকৃতদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক হাজার ৮৬ জন, সিএমএইচ এ ৯৪৭, অভয়নগর উপজেলায় ১৯৭, বাঘারপাড়ায় ১৫৫, চৌগাছায় ১৭৮, ঝিকরগাছায়, ১৪৯, কেশবপুরে ২০৩, মণিরামপুরে ৩৯৬ এবং শার্শা উপজেলায় ৫৫৬ জন।

তিনি আরো জানান, টিকা দেওয়ার জন্য যশোরে ১১টি কেন্দ্রে ৩৬টি টিম কাজ করবে। এর মধ্যে জেনারেল হাসপাতালে ১৫টি ও উপজেলাগুলোতে ২১টি টিম কাজ করবে। প্রতিটিমে দুইজন করে টিকাদানকারী সেবিকা ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন।

সিভিল সার্জন বলেন, প্রথম দিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। পরবর্তী দিন থেকে সকাল আটটায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন দুই হাজার ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad