যবিপ্রবির প্রধান ফটকের সামনে ফের সড়ক দুর্ঘটনা, আহত ১ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, February 17, 2021

যবিপ্রবির প্রধান ফটকের সামনে ফের সড়ক দুর্ঘটনা, আহত ১

 


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রধান ফটকের সামনের সড়কে মাইক্রোবাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আলমসাধু চালক আহত হলেও মাইক্রোবাসে থাকা রোগী সহ চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২ টার দিকে যবিপ্রবির প্রধান ফটকের সামনে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু ও সামনে থেকে আসা রোগীবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক আহত হলেও বাকিদের তেমন কিছু হয়নি।

পরবর্তীতে শিক্ষার্থী ও দোকানদারদের সহযোগিতায় আহত নসিমন চালককে যবিপ্রবির ডাঃ এম আর খান মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতিরোধক না থাকায় বারবার সংঘঠিত হচ্ছে দুর্ঘটনা। গত (১৮ জানুয়ারি) একই স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকাসানা জামান ঐশী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পর গতিরোধক নির্মাণ হলেও বর্তমানে নেই তার অস্তিত্ব।

সাধারণ শিক্ষার্থীদের দাবি যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দুই পাশে গতিরোধক নির্মাণ করা।

No comments:

Post a Comment

Post Bottom Ad