শবে মেরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, February 11, 2021

শবে মেরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

 


১৪৪২ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র শবে মিরাজের তারিখ নির্ধারণে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

লাইলাতুল বরাত বা শবে মেরাজ পালিত হয় ২৬ রজব দিবাগত রাতে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad