যশোরে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Sunday, February 28, 2021

demo-image

যশোরে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

DSC_1266
আলোচনা, কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে যশোরে পালিত হয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শনিবার বিকালে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা মহিলা আওয়ামী লীগনেত্রী সেলিনা বানুর সভাপতিত্বে ও শিউলি মির্জার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি,জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা ইকবাল, রেহেনা পারভীন, যশোর পৌরসভার মহিলা কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, বানু মির্জা, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শেখ সাদিয়া মৌরিন। এছাড়া যশোর জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages