যশোরে স্ত্রীর পরকীয়ার জেরে ভিডিও তে ঘোষনা দিয়ে মালয়েশিয়া প্রবাসীর আত্মহত্যা || স্ত্রী গ্রেপ্তার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 17, 2020

যশোরে স্ত্রীর পরকীয়ার জেরে ভিডিও তে ঘোষনা দিয়ে মালয়েশিয়া প্রবাসীর আত্মহত্যা || স্ত্রী গ্রেপ্তার

 


মালয়েশিয়া প্রবাসী মৃত রফিকুল ইসলাম (৪২), পিতা- মোঃ দিদার হোসেন, সাং- কাজীরবেড়, থানা-শার্শা, জেলা- যশোর তিন বছর পূর্বে মালয়েশিয়ায় যায়। বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রী সন্তানকে তার নিজ বাড়িতে রেখে যায়। কিন্তু তার স্ত্রী প্রায় ৯মাস আগে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে শার্শা কামারবাড়ি মোড়ে একটি ভাড়া বাসায় চলে যায়। পরবর্তীতে শার্শা কামারবাড়ি ভাড়া বাসা হইতে প্রায় ৫ মাস আগে মৃত রফিকুল ইসলামের বিদেশ থেকে পাঠানো নগদ ৯,২৩,০০০/- টাকা ও আসাবাবপত্র প্রতারনা মূলক আত্মসাৎ করার উদ্দেশ্যে শার্শা কামার বাড়ির ভাড়া বাসা হতে যশোর শংকরপুর এলাকায় ভাড়া বাসায় চলে যায়। মৃত রফিকুল ইসলাম ১৩ (তের) দিন পূর্বে বিদেশ থেকে বাড়িতে ফিরে সে তার স্ত্রী ও সন্তানকে আনার জন্য যশোর শংকরপুরে ১নং আসামী তার স্ত্রী মোছাঃ মনিরা ইয়াছমিন (৩২) এর ভাড়া বাড়িতে যায় এবং তাকে বিভিন্ন সময়ে বিদেশ থেকে পাঠানো নগদ ৯,২৩,০০০/- টাকা ও আসবাবপত্র সহ সর্বমোট ১৪,০০,০০০/- টাকা সহ বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করে। কিন্তু তার স্ত্রী নগদ টাকা ও আসাবাবপত্র ফেরত না দিয়ে মৃত রফিকুল ইসলাম এর সাথে বাড়িতে আসবেনা ও ঘর সংসার করিবে না বলে জানায়। তাছাড়াও ১নং আসামীর সহযোগী অন্যান্য ০৪ জন আসামীগন একত্রিত হয়ে মৃত রফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালি গালাজ, বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন সহ আত্মহত্যা করার জন্য বিভিন্ন প্ররোচনা দেয়। মৃত রফিকুল ইসলাম সকল আসামীদের কাছ থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে গত ১৬/০৯/২০২০ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.১০ ঘটিকার সময় তার নিজ বাড়ির উঠানে সকলের অগোচরে বিষ পান করে। বিষ পানের আগে সে তার নিজের মোবাইলে একটি ভিডিও ধারন করে ও ১০০/- টাকার একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে তার মৃত্যুর জন্য ১) মোছাঃ মনিরা ইয়াছমিন (৩২), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- নিশ্চিন্তপুর, ২) মোঃ হাবিবুর রহমান (৫৫), পিতা- মৃত কওছার আলী, সাং- চটকাপোতা, ৩) মোছাঃ আয়শা খাতুন (৫০), স্বামী- মৃত নজরুল ইসলাম, সাং- নিশ্চিন্তপুর, ৪) মোছাঃ রিনা খাতুন (৪২), পিতা- মৃত গোফরান, স্বামী- মোঃ সিরাজুল ইসলাম, সাং- যাদবপুর, সর্ব থানা- শার্শা, ৫) মোঃ সাইদুর রহমান (৩৫), পিতা- সাহেব আলী, সাং- গাতীপাড়া, থানা- ঝিকরগাছা, সর্ব জেলা- যশোরদের নাম লিখে দায়ী করে যায়।

এ বিষয়ে শার্শা থানার মামলা নং- ২৬, তারিখ- ১৭/০৯/২০২০ খ্রিঃ, ধারা-৩০৬/৪২০/৪০৬/৫০৬/১১৪ পেনাল কোড রুজু করা হয় এবং ১নং আসামী মোছাঃ মনিরা ইয়াছমিন কে গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad