অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায় যশোরের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, September 11, 2020

অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায় যশোরের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানা অপরাধে বৃহস্পতিবার যশোরের বড় বাজারে অভিযান চালিয়ে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

পেশকার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন, এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে বড় বাজারের হাটখোলা রোডের আলুপট্টি ও এইচএম এম রোডের কালীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পেঁয়াজ, কাঁচা মরিচ ও আলুর মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। কিন্তু ব্যবসায়ীরা পেঁয়াজ কত টাকা কেজি দরে কিনেছেন এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। এর আগে তাদেরকে অতিরিক্ত মূল্যে মরিচ, পেঁয়াজ রসুন বিক্রি না করার জন্য সতর্ক করা হয়ে। এঅভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad