মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও এর অধীন তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Friday, September 4, 2020

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও এর অধীন তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ



 স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ও এর অধীন কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত এই তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিক রয়েছে কিনা তা জানাতে হবে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অধিদফতরের ওয়েবসাইটে কর্মচারীদের আলাদা তালিকা প্রকাশ করা হয়।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ১৫৫ জন উচ্চমান সহকারী, ৭ জন সাঁট মুদ্রাক্ষরিক, ২২২ জন হিসাবরক্ষক কাম ক্লার্ক, এক জন প্রধান সহকারী, উপজেলা পর্যায়ে কর্মরত ৩৯৪ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ১৩৫ জন হিসাবরক্ষক রয়েছেন এই তালিকায়।


শিক্ষা অধিদফতরের চিঠিতে তালিকায় থাকা কর্মচারীদের নাম ও তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।


কোনও কর্মচারীর তথ্য ভুল থাকলে তা সংশোধনের আবেদন ও কাগজপত্র ৯ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে (dshepromotion@gmail.com) শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad