ভৈরব নদের অবৈধস্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে শ্রমিকদের মানববন্ধন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, September 16, 2020

ভৈরব নদের অবৈধস্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

 


অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদের অবৈধস্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করার দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেন।

বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাস্ট্যান্ড অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।  
সকাল ১১ টা থেকে চলা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার ঘাট শ্রমিক। সকল থেকে শ্রমিকরা ঘাটে লোড-আনলোডের কাজ বন্ধ রেখে ‘নদী বাঁচাও- শ্রমিক বাঁচাও, অবৈধ জেটি স্থাপনা উচ্ছেদ, নদী খনন কাজ অব্যাহত রাখা সহ গাইড ওয়াল নির্মাণের দাবি সংবলিত প্লাকার্ড-ব্যানার নিয়ে খ- খ- মিছিল সহকারে নূরবাগে সমাবেত হয়। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বন্দর নগরী নওয়াপাড়া। এক পর্যায়ে যশোর-খুলনা মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগ ও যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ কামরুল ইসলাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক ইকরাম ফারাজী, বেলাল হোসেন, শ্রমিক নেতা আমির আলী গোলদার, মোল্যা হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম মোল্যা, বাবুল মোল্যা, সোহেল রানা, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম খান, প্রসেনজিৎ দাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক নেতা শেখ আমিনুর রহমান।
বক্তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ী ভৈরব নদ দখল করে নির্মাণ করছে ঘাট, গুদাম, স্থাপনা করছে জেটি ও লংবুম। ফলে নদীর ¯্রােতের গতিধারা বাঁধাগ্রস্থ হয়ে পলি জমে ভরাট হচ্ছে। ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। আগামী এক সপ্তাহের মধ্যে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ভৈরব নদ দখল করে নির্মিত জেটি ও লংবুম অপসারণের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী প্রদান করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad