বিশ্বে গত ৫০ বছরে বন্যপ্রাণি দুই তৃতীয়াংশ কমে এসেছে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 10, 2020

বিশ্বে গত ৫০ বছরে বন্যপ্রাণি দুই তৃতীয়াংশ কমে এসেছে

 


বিশ্বে গত ৫০ বছরে বন্যপ্রাণি দুই তৃতীয়াংশ কমে এসেছে। এই অবস্থাকে প্রকৃতির জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের ভোগ-বিলাস ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজেদের প্রয়োজনেই প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছরে স্থলভূমির তিন-চতুর্থাংশ ও সাগরের ৪০ শতাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যপ্রাণি কমে যাওয়ার এই হার অব্যাহত থাকলে এবং মানুষজন বন্যপ্রাণির আরও কাছে চলে গেলে ভবিষ্যতে নানা মহামারি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে।

No comments:

Post a Comment

Post Bottom Ad