বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে যশোর পৌরসভা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Saturday, November 28, 2020

বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে যশোর পৌরসভা

 


যশোর পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন, কার্বন ও বর্জ্যমুক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। পৌরসভার নিয়োগকৃত এনজিও প্রতিষ্ঠান সমৃদ্ধ বাংলাদেশের কর্মী ও গার্বেজ ভ্যান শ্রমিকরা একদিন পরপর প্রতিটি হোল্ডিং থেকে বর্জ্য সংগ্রহ করবে। প্রতিটি বাসায় দু’টি ওয়েস্টবিনের মাধ্যমে গৃহস্থালী এবং অন্যান্য বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। প্রথম তলার জন্যে একশ’, দ্বিতীয় তলা একশ’ ৫০, তৃতীয় বা তার চেয়ে বেশি তলার জন্যে দুশ’ এবং টিনশেড বাসা প্রতি ৫০ টাকা করে সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসের সাত তারিখের মধ্যে সংশ্লিষ্ট এনজিও কর্মীদের কাছ থেকে সার্ভিস চার্জ পরিশোধ করে রশিদ গ্রহণ করতে হবে।      

No comments:

Post a Comment

Post Bottom Ad