২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Monday, October 5, 2020

২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি

 


বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১০ লাখ ৪৫ হাজারের বেশি। বিশ্বজুড়ে নতুন ২ লাখ ৬৪ হাজারের বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ।


২৪ ঘণ্টায় সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। প্রাণ গেছে ৮৮৬ জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো ১ লাখ ৩ হাজারের বেশি। নতুন করে ভাইরাস পাওয়া গেছে দেশটির প্রায় ৬০ হাজার নাগরিকের দেহে।

এছাড়াও একদিনে আর্জেন্টিনায় ৪৫০, যুক্তরাষ্ট্রে ৪২১ ও ব্রাজিলে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনা আক্রান্ত হতে পারে। সোমবার জেনেভায় বিশেষ বৈঠকে এ আশঙ্কার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান। সেইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad