যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, October 16, 2020

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত


 

যশোরের অভয়নগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক, পাঁচ বছরের শিশু এবং দুই যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি নড়াইলে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।

এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাজুল ইসলাম জানান, নিহতরা হলেন নড়াইলের ইঞ্জিনিয়ার হিরোক, তার বন্ধু আশরাফুল এবং তাদের দুজনের স্ত্রী।

তিনি জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে এই দূঘটনার শিকার হন তারা। নিহতদের ব্যাপারে জানতে নড়াইলে খবর দেয়া হয়েছে। স্বজনরা আসেল বাকি পরিচয় জানা যাবে বলে তিনি জানান।

1 comment:

Post Bottom Ad