যশোরে বেসরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে করোনা শয্যা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Saturday, July 3, 2021

যশোরে বেসরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে করোনা শয্যা


 যশোরে করোনা রোগী বেড়েই চলেছে। এতে করে শয্যা সংকটে পড়েছে হাসপাতাল।  এমতাবস্থায় শহরের বেসরকারি হাসপাতালে বাড়ানো হয়েছে করোনা শয্যা। আজ শনিবার দুপুরে সার্কিট হাউস  সভা কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর সদর হাসপাতাল ছাড়া বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে জনতা হাসপাতালে ৩০টি, ইবনে সীনা হাসপাতালে ২০টি, নোভা মেডিকেল সেন্টারে ১৫ টি, জেনেসিস হাসপাতালে ১৫টি এবং অাধুনিক ও কুইন্স হাসপাতালে ২০টিসহ মোট ১০০টি করোনার শয্যা করোনা রোগীদের জন্য ব্যবহারে সিদ্ধান্ত হয়৷

সভায় জেলা প্রশাসক সভাপতিত্বে তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় জোয়ার্দার , সিভিল সার্জন শেখ আবু শাহীন , জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌর মেয়র হায়দার গনি খান পলাশ , ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান , বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad