কোরবানির হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট গাড়ি ভাঙচুর - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Monday, July 12, 2021

কোরবানির হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট গাড়ি ভাঙচুর


 নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে কোরবানির পশুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা।

সোমবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে আসন্ন কোরবানি উপলক্ষে চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করে বিক্রেতারা।

বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করে কবিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠি-সোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভেতরে ও বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে।

কবিরহাট থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad