রেড ক্রিসেন্টকে ১৫টি সিলিন্ডার দিলেন মতিয়ার বাবু - Jashore Tribune

Home Top Ad

Post Top Ad

hil

Sunday, July 18, 2021

demo-image

রেড ক্রিসেন্টকে ১৫টি সিলিন্ডার দিলেন মতিয়ার বাবু

 

1626623747

যশোরে করোনার ভয়াবহ অবনতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। অক্সিজেন সরবরাহ করে তারা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

এমনই একজন যশোর জেসটাওয়ারের স্বত্ত্বাধিকারী মতিয়ার রহমান। তিনি করোনায় আক্রান্ত মানুষের সেবায় ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুনের কাছে এই অক্সিজেন সিলিন্ডার তুলে দেন তার পক্ষে আশরাফ আলী।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages