যশোরে ১৪২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, July 30, 2021

যশোরে ১৪২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

 


যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচশ’ ২৪ জনের নমুনা পরীক্ষায় একশ’ ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে তিনশ’ ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া জিন এক্সপার্টের মাধ্যমে ১১ জনের নমুনা পরীক্ষায় চার জন এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে একশ’ ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার ২৭ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনশ’ ৪১ জনে। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ছয়শ’ ২৮ জন, সুস্থ হয়েছেন ১৩ হাজার আটশ’ ৬২ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন এবং উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন একশ’ ২৩ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৫ জন এবং ইয়েলো জোনে ২৮ জন রোগী রয়েছেন।
হাসপাতলের তত্ত্বাকধায়ক ডাক্তার আখতারুজ্জামান জানান, প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উঠানামা করছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় না রাখলে আরও ভয়াবহ হতে পারে যশোরের করোনা পরিস্থিতি।

No comments:

Post a Comment

Post Bottom Ad