যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

hil

Saturday, July 24, 2021

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন

 


যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬জন। তারা সকলেই হাসপাতালের রেডজোনে ভর্তি ছিল। এদিন করোনা উপসর্গ নিয়ে কেউ মারা যায়নি। তবে, করোনা শনাক্ত হয়েছে ১৪ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১০৫ জন এবং ইয়েলো জোনে ৪৪।
এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১১১ নমুনা পরীক্ষা করে ১৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। আজ শনাক্তের হার ১২.৬১ শতাংশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad