আজ দুপুর ১টায়, ভৈরব নদ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপিতে নদী রক্ষায় আট দফা দাবি উত্থাপন করা হয়।
দাবি গুলোর মধ্যে রয়েছে:
-
উজানে দ্রুত নদী সংযোগ স্থাপন করা,
-
ভৈরবসহ সকল নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করে সীমানা ফিরিয়ে দেওয়া,
-
নদীর সীমানার ভেতরের স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ,
-
নদী তট আইন মেনে সীমানা নির্ধারণ,
-
আদালতের নির্দেশনা অনুযায়ী দাইতলা, ছাতিয়ানতলা ও রাজারহাটের সেতুর কাজ দ্রুত শেষ করা,
-
দাইতলা ও ছাতিয়ানতলার অস্থায়ী সেতু তাৎক্ষণিকভাবে চলাচলের উপযোগী করা,
-
হাসপাতাল, ক্লিনিক ও বাজারের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করে নদীর পরিবেশ পুনরুদ্ধার,
-
নৌ ভ্রমণ ও নদী পাড়ে হাঁটার জন্য ফুটপাত নির্মাণ,
-
মুক্তেশ্বরীর বুক থেকে আদ দ্বীন উচ্ছেদ এবং নদী ভরাট করে প্লট বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপির শেষে আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৪ সেপ্টেম্বর, সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য এবং অস্থায়ী সেতুর মেরামতের দাবিতে নির্বাহী প্রকৌশলী এলজিইডির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি পূরণ না হলে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে সংগঠনের আহ্বায়ক প্রফেসর আফসার আলীর স্বাক্ষর ছিল। উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, আবু হাসান, হারুন অর রশিদ, হাচিনুর রহমান, এডভোকেট মাহমুদ হাসান বুলু, রাসেদ খান, শেখ আলাউদ্দিন, সাহবুদ্দিন বাটুল, রায়হান বিশ্বাস প্রমুখ।
ভৈরব নদ সংস্কারের উদ্দেশ্যে এই আন্দোলন চলমান, যার লক্ষ্য নদী দূষণ রোধ, অবৈধ দখলমুক্ত করা, এবং পরিবেশ সংরক্ষণ। স্মারকলিপি প্রদান এবং আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি রাষ্ট্রীয় দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রণীত হয়েছে।
No comments:
Post a Comment