আজ শুভ মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Saturday, September 20, 2025

আজ শুভ মহালয়া, দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা

 


আজ শুভ মহালয়া। পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মহালয়ার দিন ভোর থেকেই আকাশবাণী ও অন্যান্য মাধ্যমে বেজে উঠেছে 'মহিষাসুরমর্দিনী' অনুষ্ঠান, যা যেন ঘরে ঘরে উৎসবের আবহ ছড়িয়ে দিয়েছে।

প্রতি বছরের মতো এবারও শহরের বিভিন্ন ঘাটে তর্পণের জন্য ভিড় করেছেন পিতৃপক্ষের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষ। গঙ্গার ঘাটে দেখা গেছে প্রার্থনায় মগ্ন নানা বয়সী মানুষের ঢল। তর্পণের মধ্য দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলাঞ্জলি অর্পণ করে আজকের দিনটি পালন করা হয়।

এই মহালয়া থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমন বার্তা। মৃৎশিল্পীরা আজ থেকেই দেবী দুর্গার চোখ এঁকে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু করেন, যাকে বলা হয় "চোখে চোনা"। এই পরম্পরা অনুসরণ করেই দেবীর প্রাণপ্রতিষ্ঠার পথে প্রথম ধাপ সম্পন্ন হয়।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়া, মহল্লা, বারোয়ারি পুজো কমিটি ও মণ্ডপে প্রস্তুতির শেষ পর্ব চলছে। কোথাও চলছে আলোকসজ্জা স্থাপন, কোথাও মণ্ডপে প্রতিমা আনার তোড়জোড়।

পূজো শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন—শারদীয়ার এই উত্তেজনা ও উন্মাদনায় মেতে উঠেছে গোটা বাংলা।


আজকের মহালয়ার মধ্যে দিয়ে যেমন একদিকে প্রার্থনা ও স্মরণ, তেমনই অন্যদিকে শুরু হলো আনন্দ ও উৎসবের নতুন অধ্যায়। মা আসছেন, বাঙালির হৃদয়ে নতুন করে জেগে উঠছে পূজোর রঙ।

No comments:

Post a Comment

Post Bottom Ad