যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন তাদের সঙ্গে আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়া যাবে না বলে সতর্ক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন। এসব ভ্রান্ত আকিদার কোনও দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না।
সহি আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে, তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকতে হবে।
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।
No comments:
Post a Comment