আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মক্কার কুরাইশ বংশের মর্যাদাবান পরিবারে জন্মগ্রহণ করেন। একই দিনে তিনি ইন্তেকালও করেন। ফলে এই দিনটি মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যময় ও অনন্য মর্যাদাপূর্ণ।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে মিলাদ, কোরআনখানি, দোয়া-মাহফিল ও আলোচনা সভার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিশেষ দোয়া ও মাহফিল। দেশের বিভিন্ন জেলায়ও ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।
ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, বিশ্বনবীর জীবনাদর্শ মানবজাতির মুক্তির দিশারি। বর্তমান অশান্ত পৃথিবীতে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণই পারে ন্যায়, শান্তি ও কল্যাণের পথ দেখাতে।
No comments:
Post a Comment