জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযানে হরিণা এলাকায় একটি নামিদামি ক্যাফেতে পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন জনাব মোঃ সেলিমুজ্জামান, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের একটি টিম ও ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি ।
এসব অপরাধে ক্যাফে কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
No comments:
Post a Comment