যশোরে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে মোবাইল টিম ও গুজব মোকাবিলায় সাইবার নজরদারি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

Tuesday, September 23, 2025

যশোরে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে মোবাইল টিম ও গুজব মোকাবিলায় সাইবার নজরদারি



আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে ৭০৬টি পূজামণ্ডপকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চারটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) রওনক জাহান।

পুলিশ সুপার জানান, পূজামণ্ডপগুলোকে নিরাপত্তার দিক থেকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় গুরুত্বপূর্ণ মন্দিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর উপজেলায় পাঁচটি পূজামণ্ডপে বাড়তি নজরদারি থাকবে। পূজার আগে থেকেই পুরো জেলায় ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি বিশেষ টিম, ৪০টি মোবাইল টিম এবং ১৭২টি মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করবে। মোবাইল টিমগুলো নিয়মিত টহল ও তল্লাশি চালাবে।

পুলিশ সুপার আরও বলেন, পূজামণ্ডপে যেকোনো বিশৃঙ্খলা, গুজব ছড়ানো বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার চালালে কিংবা সরাসরি কোনো মণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—ধর্ম বা পরিচয় বিবেচনা না করেই।

গুজব মোকাবিলায় জেলা পুলিশের একটি সাইবার ক্রাইম টিম ২৪ ঘণ্টা কাজ করবে বলে জানান তিনি। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। মণ্ডপে থাকবে পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবক দল।

দুর্গাপূজাকে ঘিরে অতীতে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার প্রসঙ্গ টেনে এসপি রওনক জাহান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা গোড়াতেই রুখে দেওয়া হবে।” গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি তিনি মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাসার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া এবং ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সকলকে সরকারি নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad