রাজধানীর কারওয়ানবাজার ও আশপাশের বাজারগুলোতে আবারও বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অনেক সবজির দাম। এতে সাধারণ ক্রেতারা নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কারওয়ানবাজার ঘুরে দেখা যায়—প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, শিম ১৬০ টাকা এবং কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু ২৫ টাকা, পেঁয়াজ ৭৫-৮০ টাকা ও শসা ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এ কারণে দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে দাম বেশি হওয়ায় বিক্রি কমে গেছে বলে দাবি তাদের।
এক ক্রেতা বিধান বলেন, “বাজারে এলে মনে হয় শুধু সবজিতেই পুরো বেতনের টাকা শেষ হয়ে যাবে। দামের চাপে মধ্যবিত্তরা খুবই কষ্টে আছে।”
তবে কিছুটা স্বস্তি মিলছে শাকের দামে। লাউশাক ৪০-৫০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, মাংসের বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়। মাছের বাজারে চাপ থাকলেও রুপালি ইলিশের দাম কমেছে; এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ৩০০-৪০০ টাকা কম।
চালের বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮৫-৯২ টাকা এবং মোটা চাল ৫৬-৬২ টাকায়।
নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা সাধারণ মানুষ বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে
No comments:
Post a Comment