যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক,উদ্বিগ্ন যশোরের মানুষ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, June 2, 2021

যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক,উদ্বিগ্ন যশোরের মানুষ

 




যশোরের করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ সংক্রমণের হার ২১ শতাংশ। সেই সঙ্গে যশোরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

তবে প্রশাসন বলছে, তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থান রয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। তবে সংক্রমন বাড়লে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোরের করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।

মঙ্গলবার (১ জুন) জেলায় ৭০ জনের শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। এর মধ্যে ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ছয়জন পাসপোর্টধারী যাত্রীও রয়েছেন। জেলায় শনাক্তের হার ২৪ শতাংশ। 

সেইসঙ্গে স্থানীয় পর্যায়ে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ। একইসঙ্গে বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্য বিভাগকেও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ।

No comments:

Post a Comment

Post Bottom Ad