সমাজের কথা প্রেসে 'পুলিশি হামলা'র নিন্দা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, January 12, 2021

সমাজের কথা প্রেসে 'পুলিশি হামলা'র নিন্দা

 


সোমবার দিবাগত রাত একটার দিকে দৈনিক সমাজের কথার 'ছাপাখানায় হানা দিয়ে কর্মরত দুই সংবাদপত্রকর্মীকে মারপিট ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা'য় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

এক বিবৃতিতে জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
অনুরূপ নিন্দা প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নুর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।

No comments:

Post a Comment

Post Bottom Ad