যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ইসিজি করে টাকা নিল দালাল - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, January 7, 2021

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ইসিজি করে টাকা নিল দালাল

 


যশোরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক তুফান আলী গাজী (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ইসিজি করে টাকা নিয়েছেন মুসফিকুর রহমান এক দালাল। অবশ্য, পরে সেখানে উপস্থিত এক সাংবাদিকের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দিয়েছে ওই দালাল। মুসফিকুর হাসপাতালের পাশে দেশ ক্লিনিক নামে একটি ক্লিনিকের কর্মচারী।

সাতক্ষীরা জেলা সদরের ঘোনা গ্রামের আমির হোসন জানান, গতকাল ভোরে নছিমনে মাছ নিয়ে যশোর বড়বাজারে আসছিলেন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের ধোপাখোলা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মাছ বোঝাই নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনচালক ও তিনি (আমির) অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় নছিমন চালক তুফান আলী মারা যান। মৃত্যুর পরে ৩-৪ দালাল এসে তুফানের মরদেহ ইসিজি করে ২০০ টাকা নেয়।
আমির বলেন, ‘সকালে প্রায় ৫০ লাখ টাকার মাছ নিয়ে আসছিলাম। মাছ রাস্তায় পড়ে আছে। মাছ ফেরত পাবো কি না সংশয় রয়েছে। তারপরে দুর্ঘটনার পর যে ওষুধ কিনতে হয়েছে সে টাকাও দেওয়া হয়নি। অথচ, মৃত ব্যক্তির ইসিজি করে পকেটে থাকা সর্বশেষ ২০০ টাকা হাতিয়ে নেয় তারা।’

এদিকে, হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজনরা জানান, হাসপাতালে রোগী প্রবেশ করলেই দালালরা ‘উপকারের নামে’ এগিয়ে আসে। এরপর নানাভাবে তারা বাড়তি টাকা হাতিয়ে নেয়।
জানতে চাইলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহফুজা তামান্না ও কর্মরত নার্সরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়া তুফান আলী মারা যান সকাল আটটা ৪৫ মিনিটে। এরপর কী হয়েছে তা তারা জানেন না। ইন্টার্ন ডাক্তার বলেন, ‘আমাদের কিছু করার নাই। দেশ ক্লিনিকের লোকজন সব সময় হাসপাতালে খবরদারি করে। আমরা ইসিজি করতে বলিনি। তারপরও ছুটে এসে দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমান ইসিজি করিয়েছে। মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নিলে খুবই অন্যায় করেছে।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহম্মেদ বলেন, ‘হাসপাতালের করোনা ওয়ার্ড, করোনারি কেয়ার ইউনিট ও প্যাথলজি বিভাগে তিনটি ইসিজি মেশিন আছে। তবে, সার্জারি ওয়ার্ডে ইসিজি নেই। ইসিজির নামে লাশ নিয়ে অর্থবাণিজ্যের ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’

এদিকে, দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমানকে টাকা নেওয়ার বিষয় জিজ্ঞেস করলে বলেন, ‘ভাই টাকা ফেরত দিয়ে দিচ্ছি। বিষয়টি আর বেশি দূর নিয়েন না।’
যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রকিবুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নছিমন চালক তুফান আলীর মৃত্যুর ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad