যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Sunday, January 3, 2021

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

 


যৌতুকের অভিযোগে স্ত্রী, শ্যালকসহ তিনজনের  বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন সদর উপজেলার সীতারামপুর গ্রামের শেখ মসলেম আলীর ছেলে শেখ আমিনুর রহমান। আসামিরা হলেন, খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রামের আজাহার খার মেয়ে সায়েলী পারভীন লিপি, তার ভাই আরিফুল ইসলাম ও  একই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইসলাম। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর  গত বছরের ১৬ ফেব্রুয়ারি লিপির সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় আসামিরা বাদীর কাছে দু’ লাখ টাকা যৌতুক দাবি করে। তার প্রেক্ষিতে নগদ ৫০ হাজার টাকা, এক ভরি ওজনের সোনার চেইন, কানের দুলসহ মোট এক লাখ ৪০ হাজার টাকার মালামাল দেন। বিয়ের কয়েকদিনের মাথায় স্ত্রী অন্য আসামিদের প্ররোচনায় বাদীর নামীয় কচুয়া ইউনিয়নে থাকা পাঁচ শতক জমিসহ বাড়ি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে গত বছরের পহেলা ডিসেম্বর লিপি সোনার চেইন, কানের দুল, নগদ টাকাসহ বাড়ি থেকে চলে যান। পরে যোগাযোগ করলে অপর আসামিরা জানায়, ওই জমি লিখে দিতে হবে অথবা পাঁচ লাখ টাকা দিতে হবে। অন্যথায় লিপি আর তার কাছে যাবেন না। বাদী শেষমেষ আদালতে এ মামলা করেন। এর আগেও লিপির তিনটি বিয়ে আছে বলে মামলায় উল্লেখ করা হয়।  

No comments:

Post a Comment

Post Bottom Ad