যশোর চাঁচড়া রাজবাড়ী - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, June 12, 2020

যশোর চাঁচড়া রাজবাড়ী



যশোর চাঁচড়া রাজবাড়ী। ১৬১০ খ্রীষ্টাব্দে চাঁচড়া রাজবংশ প্রতিষ্ঠিত হয়। মহতাবরাম এ রাজবংশের প্রথম রাজা। ১৬১৯ খ্রীষ্টাব্দে রাজা মহতাব রায়ের মৃত্যু হলে তার জ্যেষ্ঠ পুত্র কন্দর্প রায় রাজ্যধিকারী হন। রাজা কন্দর্প রায় খেদাপাড়া হতে উঠে এসে ইমাদপুর পরগণার অন্তর্গত চাঁচড়া গ্রামে বসতি স্থাপন করেন। সুতরাং চাঁচড়ার রাজধানীর স্থাপতি তিনিই। ১৬১৯ হতে ১৬৫৮ সাল পর্যন্ত ৩৯ বছর রাজত্ব করেন রাজা কন্দর্প রায়। এরপর বংশানুক্রমে অনেকেই রাজা হয়েছেন। ১৮৮০ সালে রাজবাহাদুর বরদাকন্ঠ ৪৬ বছর রাজত্ব করে মৃত্যুবরণ করলে তার পুত্র জ্ঞানদাকন্ঠ এ বংশের সর্বশেষ রাজা হন। চাঁচড়া রাজ বংশের কীর্তিচিহ্ন আজও বিদ্যমান। মোঘল আমল হতে ব্রিটিশ আমল পর্যন্ত তারা যে কীর্তি রেখে গেছেন, তা মহাকালের দূর্বার স্রোতে বিলীন হতে চলেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad