ভারতে মদ কেনার দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি নিয়ে রীতিমতো আলোচনা চলছে সারাবিশ্বে। ৪০ দিন পর দোকান খোলার খবরে রীতিমত মাতামাতি দেখা যায় মদ নিয়ে।লকডাউন এর ভেতর কড়াকড়ি আর শারীরিক দূরত্বের তোয়াক্কা করেননি মানুষ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই অবস্থায় মদের দামে ৭০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে নয়া দিল্লি।
Post Top Ad
hil
Tuesday, May 5, 2020

ভারতে মদ কিনতে দীর্ঘ লাইন; ৭০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ
ভারতে মদ কেনার দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি নিয়ে রীতিমতো আলোচনা চলছে সারাবিশ্বে। ৪০ দিন পর দোকান খোলার খবরে রীতিমত মাতামাতি দেখা যায় মদ নিয়ে।লকডাউন এর ভেতর কড়াকড়ি আর শারীরিক দূরত্বের তোয়াক্কা করেননি মানুষ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই অবস্থায় মদের দামে ৭০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে নয়া দিল্লি।
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
সবার আগে সত্য নির্ভীক সংবাদ প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ ।
No comments:
Post a Comment