যশোরে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী মো. রিপন (৪৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে কোতোয়ালি থানার রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) অলক কুমার দে (পিপিএম) ও এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ।
ডিবি পুলিশ জানায়, রিপন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে যশোর আদালতে জিআর ৯৩৭/১৬ মামলায় সাত বছরের সাজা ওয়ারেন্টসহ আরও তিনটি সাধারণ ওয়ারেন্ট মুলতবি ছিল।
গ্রেফতারকৃত রিপনের পূর্ণ পরিচয়:
-
নাম: মো. রিপন (৪৮)
-
পিতা: মৃত সেলিম
-
ঠিকানা: রাজারহাট, থানা: কোতোয়ালি, জেলা: যশোর
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রিপনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment