যশোরে বিজিবির টানা অভিযানে ৩কোটি টাকার স্বর্ণ উদ্ধার ও চার পাচারকারী আটক হলেও মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

hil

Thursday, August 21, 2025

যশোরে বিজিবির টানা অভিযানে ৩কোটি টাকার স্বর্ণ উদ্ধার ও চার পাচারকারী আটক হলেও মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে


 

যশোরে একের পর এক স্বর্ণ পাচারকারী ধরা পড়ছে। গত চার দিনে তিনটি অভিযানে বিজিবি প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে এবং চার পাচারকারীকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড়ে অভিযান চালিয়ে কুমিল্লার রুবেল নামে এক ব্যক্তির কোমর থেকে ৫টি সোনার বার (মূল্য ৮৬ লাখ টাকা) উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাজারহাট এলাকায় আফছার আলীর কাছ থেকে ৫ পিস স্বর্ণ (৯৭ লাখ টাকা) এবং সোমবার হামিদপুর থেকে আরও দুই পাচারকারীর কাছ থেকে ৫ পিস স্বর্ণ (১ কোটি ২২ লাখ টাকা) উদ্ধার করে বিজিবি।

স্থানীয়রা মনে করছেন, যশোরকে সোনা পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। তবে এখনো চক্রের মূল হোতারা আইনের বাইরে রয়ে গেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad