যে মামলায় গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

adstera

hil

Sunday, August 24, 2025

যে মামলায় গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি

 


বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

রোববার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজ আদালতে হাজির করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। 
 
মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে। 
নাসির উদ্দিন সাথীকে রিমান্ড শেষে শনিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আহমেদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Bottom Ad