যশোরের পৌরপার্ক থেকে দুই যুবককে তুলে নিয়ে হত্যা ও লাশ গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) গুম হওয়া যুবক সাইদুর রহমান সাইদের বাবা কাজী তৌহিদুর রহমান খোকন যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মিলন আহমেদ।
আসামির তালিকায় প্রভাবশালী ব্যক্তিরা
অভিযুক্তদের মধ্যে রয়েছেন— সাবেক এমপি শাহীন চাকলাদার ঘনিষ্ঠ শংকরপুরের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, পিরোজপুর সদর উপজেলার ফুলু মিয়া, রমিজ শেখ, নাসির শেখ, সাইফুল শেখ, হারুন অর রশিদ শেখ, জাহিদুল শেখ ও আল আমিন তালুকদার। বাদীর অভিযোগ, এসপি আনিস ও টিএসআই রফিক ছাড়া বাকিরা সবাই পিরোজপুরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জমি দখলসহ নানা অপরাধে লিপ্ত।
মামলার বিবরণ
বাদী জানান, ২০১৭ সালের ৫ এপ্রিল দুপুরে তার ছেলে সাইদুর রহমান সাইদ ও তার বন্ধু শাওন পৌরপার্কে ঘুরতে গেলে আসামিরা তাদের তুলে নেয়। টিএসআই রফিক ও গোলাম মোস্তফা ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করলেও দুই যুবককে আদালতে সোপর্দ না করে গুম করে ফেলে।
পরে বাদীর স্ত্রী হিরা বেগম এ ঘটনায় মামলা করলে তাকেও শাহীন চাকলাদারের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় এবং বিদ্যুতের শক দিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হয়। এতে অসুস্থ হয়ে হিরা বেগম মারা যান।
আজ পর্যন্ত সাইদ ও শাওনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাদীর দাবি, তাদের হত্যা করে লাশ গুম করা হয়েছে। সে সময় আসামিরা রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় মামলা করার সাহস পাননি তিনি। তবে বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় আট বছর পর আদালতের দ্বারস্থ হয়েছেন।
No comments:
Post a Comment